রবির নতুন সিইও নিয়োগ

Date: 2022-10-02 23:00:10
রবির নতুন সিইও নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন সিইও নিয়োগ দিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, রবির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে রাজীব শেঠিকে নিয়োগ দিয়েছে। মিয়ানমারের শীর্ষ অপারেটর উরিডুতে সিইও হিসেবে দায়িত্ব পালন শেষে রবিতে যোগ দিলেন তিনি।

Share this news