ফার্মা এইডসের নতুন ব্রান্ডের ওভেন স্থাপন

Date: 2022-12-11 20:00:13
ফার্মা এইডসের নতুন ব্রান্ডের ওভেন স্থাপন
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেড ১ অ্যানেলিং ইলেকট্রিকাল ওভেন স্থাপনের কাজ সম্পন্ন করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, গত ১ ডিসেম্বর ওভেন স্থাপন সম্পন্ন হয়েছে। এর আগে গত ৭ ডিসেম্বর কোম্পানিটি ইলেক্ট্রিক ওভেন কেনার তথ্য জানিয়েছিল। ফার্মা এইডস নতুন ওভেন কিনতে এবং স্থাপন করতে ১৮ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছে।

Share this news