২০ লাখ শেয়ার কেনা সম্পন্ন

Date: 2022-11-23 16:00:07
২০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
শেয়ারবাজারে তালিকাভুক্ত সী-পার্ল হোটেলের উদ্যোক্তা পরিচালক আজ ২০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।ডিএসই সূত্র জানায়, বেঙ্গল ভেকেশন ক্লাব লিমিটেডের পরিচালক যথাক্রমে জনাব মোঃ আমিনুল হক, জনাবা লাকি আখতারি মহল এবং জনাব একরামুল হক যারা সী-পার্ল হোটেলেরও পরিচালক তারা উক্ত ২০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন।তারা গত ২৩ অক্টোবর উক্ত শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।

Share this news