যুদ্ধের প্রভাব সামলে পুঁজিবাজারও অনেক ভালো হবে: বিএসইসি কমিশনার
বিশ্বের সকল কিছুর প্রভাব পুঁজিবাজারে পড়ে। রাশিয়া-ইউক্রেনের প্রভাব সামাল দিতে সবারই কষ্ট হচ্ছে। তবে এসব চাপ সামাল দিয়ে সামনে আমাদের পুঁজিবাজার অনেক ভালো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম।শুক্রবার (৬ জানুয়ারি) অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩ এর ‘সরকারি মালিকানার কোম্পানিগুলোর তালিকাভুক্তির বর্তমান অবস্থা ও করণীয়’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি বলেন, পুঁজিবাজারে আসতে কোম্পানিগুলোর কিছু খরচ আছে। এটি একটি খুবই সেনসিটিভ বাজার। এসব কারণে সরকারি কোম্পানিগুলো বাজারে আসতে চায় না। করোনার মধ্যেও আমরা চাপ সামাল দিয়েছি। তবে বর্তমানে যুদ্ধের প্রভাব সামাল দিতে কিছু কষ্ট হচ্ছে।এছাড়াও তিনি বলেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি নবীন দেশ। এখানে ১৯৯০ সালের পরে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে এটি সম্ভব হয়েছে। পুঁজিবাজারে আসতে একটি বিশেষায়িত জ্ঞান দরকার। এই বাজারে জেনে বুঝে বিনিয়োগ করা উচিত।