যন্ত্রপাতি কিনবে আনলিমা ইয়ার্ন

Date: 2022-11-14 16:00:22
যন্ত্রপাতি কিনবে আনলিমা ইয়ার্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের পরিচালনা পর্ষদ চার ধরনের মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রায় আড়াই কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি। তথ্য অনুসারে, আনলিমা ইয়ার্ন চার সেট প্যাকেজ ইয়ার্ন সেম্পল ডায়িং ও এক সেট প্যাকেজ ইয়ার্ন ডায়িং মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া কোম্পানিটি দুই সেট সফট প্যাকেজ উইডিং ও দুই সেট কোন টু কোন উইডিং মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কোন টু কোন উইডিং মেশিন দুই সেট পুরনো মেশিনের পরিবর্তে ব্যবহার করা হবে। এ চার ধরনের মেশিন কিনতে কোম্পানিটি ২ কোটি ৪৩ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

Share this news