যেসব কারণে কলমানি রেট ১১ বছরের মধ্যে সর্বোচ্চে উঠল

দৈনন্দিন চাহিদা মেটাতে যে সুদহারে এক ব্যাংক থেকে একদিনের জন্য অন্য ব্যাংক টাকা ধার নেয়, তাকে বলা হয় কলমানি রেট। সেই হার এখন ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে। গত ১১ বছরের মধ্যে যা সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।এতে বলা হয়, গত বুধবার কলমানি বাজার থেকে প্রায় ৩ হাজার ১৮৭ কোটি টাকা ঋণ নিয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। যার গড় সুদহার ৯ দশমিক ১৩ শতাংশ। ২০১৩ সালের পর তা সবচেয়ে বেশি। এর আগে ২০১২ সালে কলমানি রেট ছিল ১২ দশমিক ৮২ শতাংশ।অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ফলে গ্রাহকের কাছ থেকে পর্যাপ্ত আমানত পাচ্ছে না ব্যাংকগুলো। এছাড়া মার্কিন ডলার কিনতে তাদের ব্যাপক নগদ তারল্য কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে। এতে কলমানি মার্কেটে সুদের হার বাড়ছে।সাধারণত, আমানতের বিপরীতে ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) সংরক্ষণ করতে হয় দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোকে। তাতে বাধ্য হয়ে বেশি সুদে একে অপরের কাছ থেকে ধার করছে তারা।ব্যাংক টাকার সংকটে পড়লে কলমানি রেট বেড়ে যায়। অন্যদিকে, নগদ অর্থ প্রবাহ বৃদ্ধি পেলে সুদহার কমে যায়। সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোতে তারল্য বেড়ে যাওয়ায় সেই হার বেড়ে গেছে।চলতি বছরের জুনে গড় কলমানি রেট ছিল ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ৬ দশমিক ৪২ শতাংশে। অক্টোবরে যা স্থির হয় ৭ দশমিক ২৩ শতাংশে। ডিসেম্বরের শুরুতে সেই হার ৮ দশমিক ৫৩ শতাংশে গিয়ে ঠেকে। কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বা পলিসি রেট বাড়ানোয় এই ঊর্ধ্বগামিতা তৈরি হয়।