যে তদন্ত আগে শেষ হবে সে বিষয়ে আগে ব্যবস্থা

Date: 2024-09-08 09:00:07
যে তদন্ত আগে শেষ হবে সে বিষয়ে আগে ব্যবস্থা
তদন্ত কার্যক্রম শুরু করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গঠিত তদন্ত কমিটি। সুনির্দিষ্ট ১২টি অনিয়ম বা দুর্নীতির ঘটনা তদন্ত করার দায়িত্ব পেয়েছে এ কমিটি। এর মধ্যে যে ঘটনার তদন্ত আগে শেষ হবে, সেই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আগে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সব প্রতিবেদন একবারে পাওয়ার জন্য অপেক্ষা করবে না বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।জিয়া ইউ আহমেদকে প্রধান করে গত ১ সেপ্টেম্বর পাঁচ সদস্যবিশিষ্ট বিশেষ তদন্ত কমিটি করে বিএসইসি। কমিটিকে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে কমিটিকে ১২ ইস্যুতে তদন্ত করতে বলা হয়েছে। আরও যেসব বিষয়ে তদন্ত হবে, সেগুলো পর্যালোচনা করে তালিকা করা হচ্ছে। প্রথম কমিটি তদন্তের স্বার্থে যেসব ফাইলপত্র চেয়েছে, তা দেওয়া হয়েছে। কমিটিকে সাচিবিক সহায়তার জন্য বিএসইসির চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।বিএসইসির এক কর্মকর্তা সমকালকে জানান, ১৯৯৬ বা ২০১১ সালে শেয়ারবাজার ধসের পর তদন্ত কমিটির প্রতিবেদন এবং পরবর্তী যেসব কার্যক্রমের দুর্বলতার কারণে বিচার হয়নি, সেসব দুর্বলতা এড়াতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগের একটি কমিটিকে শেয়ারবাজারে যত ধরনের অনিয়ম হয়েছে, তার সবই খুঁজতে বলা হয়েছিল। সুনির্দিষ্ট ঘটনা চিহ্নিত না করে তদন্ত করায় প্রতিবেদন দুর্বল হয়। তাই এবার সুনির্দিষ্ট ইস্যুর ওপর তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে প্রতিটি ঘটনার আলাদা তদন্ত হবে। দায়ীদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ জোগাড় সহজ হবে। বিএসইসির ওই কর্মকর্তা আরও বলেন, আইন অনুযায়ী কোনো তদন্তের ভিত্তিতে বিএসইসি দায়ীদের বিরুদ্ধে মামলা করলে তদন্ত প্রতিবেদনই আদালতে ‘এভিডেন্স’ হিসেবে গণ্য হবে। তদন্ত প্রতিবেদনে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না থাকলে এজাহার দুর্বল হয়ে যায় এবং দোষীরা পার পেয়ে যেতে পারে। এবারের তদন্ত কমিটিতে শেয়ারবাজার এবং অনিয়মের বিষয় ভালোভাবে বোঝেন, এমন ব্যক্তিদের রাখা হয়েছে। তদন্ত কমিটির একজন সদস্য সমকালকে বলেন, কমিটি প্রাথমিকভাবে তদন্তের ইস্যুগুলো পর্যালোচনা করছে। কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। তারা আশা করছেন, নির্ধারিত দুই মাসের মধ্যে ১২টি ইস্যুতে তদন্ত শেষ করতে পারবেন। যে ইস্যুতে তদন্ত শেষ হবে, সে প্রতিবেদন কমিশনকে দিয়ে দেবেন। পরবর্তী কাজ কমিশন করবে।নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক বা বর্তমান কর্মকর্তাদের দায় পেলে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দেবেন কিনা, এমন প্রশ্নে তদন্ত কমিটির এক সদস্য বলেন, অবশ্যই। তদন্তে যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ মিলবে, প্রতিবেদনে তাদের নাম দেওয়া হবে। শেয়ার কারসাজি চক্রের কারও নাম যেমন আসতে পারে, তেমনি কোম্পানির উদ্যোক্তা-পরিচালক বা কর্মকর্তা, অডিটর, ভেল্যুয়ার এবং ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের নাম আসতে পারে। এ ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ বা বিএসইসির কারও বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে তিনি যে পর্যায়েরই কর্মকর্তা হন না কেন, তদন্ত কমিটি তাঁর বিরুদ্ধে প্রতিবেদন দেবে।

Share this news