‘যে খবর প্রকাশের আগেই’ ইন্ট্রাকোর শেয়ার দর বেড়েছে হু হু করে!

ব্যবসা সম্প্রসারণে বন্ড ইস্যু ও সাবসিডিয়ারি কোম্পানি একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের পর্ষদ। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ খবর জানিয়েছে কোম্পানিটি। এ খবর প্রকাশের পরই ইন্ট্রাকো রিফ্যুয়েলিংয়ের শেয়ার লেনদেন ও দরে ব্যাপক গতি বেড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তবে এ খবর প্রকাশের আগেই শেয়ারটির দর হু হু করে বাড়তে দেখা গেছে।তবে কোম্পানির নেওয়া নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া ও কোম্পানির ব্যবসায় মুনাফা বাড়ে কি-না তা না জেনে অতিমূল্যায়িত দরে এ কোম্পানির শেয়ারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বলেও জানান তারা।এর আগে ২০২২ সালে কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছিল বিএসইসি।গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৪ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৯২টি শেয়ার লেনদেন হয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের। যার বাজারমূল্য ২৩৩ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৩৮ শতাংশ। এছাড়া গত ২৩ মে এ কোম্পানির শেয়ার দর ছিল ৩৭ টাকা ৯০ পয়সা। আর গত ৫ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫২ টাকা ৪০ পয়সায়। যদিও গত বৃহস্পতিবার দর কিছুটা কমে সর্বশেষ ৫০ টাকায় লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানির সিদ্ধান্ত অনুসারে, ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ড ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। একই সঙ্গে পাঁচটি সাবসিডিয়ারি কোম্পানিকে মূল কোম্পানির সঙ্গে একীভূত করা হবে। এসব সিদ্ধান্তে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৩ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৩ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৬ পয়সায়।২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সব সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ এরই মধ্যে বিতরণ সম্পন্ন করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ২১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ১৭ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডাররা পেয়েছেন ২ শতাংশ নগদ লভ্যাংশ। আর সব ধরনের শেয়ারহোল্ডার পেয়েছেন ৮ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫২ পয়সা।এর আগে ২০১৯-২০ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডাররা পেয়েছেন ৫ শতাংশ নগদ লভ্যাংশ। আর সব ধরনের শেয়ারহোল্ডার পেয়েছেন ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের হিসাব বছরে ৫ শতাংশ নগদের পাশাপাশি একই হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।