যে কারণে ইউনিলিভার কনজিউমারের শেয়ারে বড় বিনিয়োগ আইসিবির

পোর্টফোলিওকে শক্তিশালী করার কৌশলগত পদক্ষেপে গত দুই মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের ৪.৬৩ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ( আইসিবি)।রাষ্ট্রীয় মালিকানাধীন নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আইসিবি পুঁজিবাজারে সাপোর্ট দিয়ে থাকে। বহুজাতিক কোম্পানির বোর্ডে দীর্ঘদিন ধরে কর্পোরেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে প্রতিষ্ঠানটি।এপ্রিল থেকে মে মাসের মধ্যে আইসিবি ডিএসইতে ব্লক মার্কেটের মাধ্যমে ১৮৮ কোটি টাকায় ইউনিলিভারের মোট আট লাখ ৯৩ হাজার শেয়ার বা ৪.৬৩ শতাংশ কিনেছে।মে মাসের শেষের দিকে আইসিবির ইউনিলিভার কনজিউমার কেয়ারের হোল্ডিং ৩.৬৯ শতাংশ থেকে বেড়ে ৮.৩২ শতাংশ হয়েছে। বিশেষ করে আইসিবি এপ্রিল মাসে ৩৭ হাজার ৩৮২টি এবং মে মাসে আট লাখ ৫৫ হাজার শেয়ার কিনেছে।মে মাসে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের শেয়ার ২৮ শতাংশের বেশি বেড়ে প্রতিটি ২ হাজার ৩৪১ টাকায় পৌঁছেছে, তবে গতকাল বুধবার সর্বশেষ দর ছিল ২ হাজার ১১ টাকা ৩০ পয়সা।এ অধিগ্রহণে আইসিবির কর্মকর্তাদের মতে, উচ্চ-বৃদ্ধি খাতে এবং বিশ্বস্ত ব্র্যান্ডগুলোতে বিনিয়োগ সম্প্রসারণের প্রতিশ্রুতির ওপর জোর দেয়া।ইউনিলিভার কনজিউমার কেয়ার ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হরলিক্সের সাথে স্বাস্থ্য পানীয় সেক্টরে বাজারে শক্ত অবস্থানে রয়েছে। তাই ভালো মুনাফা পেতেই আইসিবি এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।আইসিবির অংশীদারিত্ব বৃদ্ধির কারণে ইউনিলিভার কনজিউমার কেয়ারে স্পনসর এবং পরিচালকদের হোল্ডিং ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে, যেখানে জনসাধারণের অংশ ১০ শতাংশের নিচে নেমে এসেছে।২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে ২৬৭ কোটি টাকা লোকসানে পড়ে আইসিবি।মে মাসে আইসিবি সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা চেয়ে অনুরোধ করেছিল। যার লক্ষ্য ছিল পুঁজিবাজারের কার্যক্রমকে চাঙ্গা করা।এদিকে ইউনিলিভার কনজিউমার কেয়ার ২০২৩ সালের জন্য মোট ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে, এই সময়ে এর নেট লাভ ৩২ শতাংশ বেড়েছে।