যে কারণে এশিয়াটিক ল্যাবরেটরীজের আইপিও স্থগিত

শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) আবেদনের জন্য প্রস্তুত থাকা এশিয়াটিক ল্যাবরেটরীজ লিমিটেডের আইপিও আবেদন স্থগিত করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।বিষয়টি নিশ্চিৎ করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বেশ কয়েকটি সংবাদ পত্রের মাধ্যমে কমিশন জানতে পেরেছে এশিয়াটিক ল্যাবরেটরীজের আর্থিক প্রতিবেদনে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন আবারও পর্যবেক্ষণ করে দেখবে।তিনি আরও বলেন, কোম্পানিটির আর্থিক প্রতিবেদন আরও পর্যবেক্ষণের জন্য আইপিও আবেদন সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। কিছু সংবাদের তথ্যের আলোকে বিনিয়োগকারীদের স্বার্থে আবারও কোম্পানিটির আর্থিক পর্যবেক্ষণ করা হবে। পর্যবেক্ষণ শেষে আইপিওর বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮৩৭তম কমিশন সভায় গত ৩১ আগস্ট এই আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি উত্তোলনকৃত অর্থ ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।এশিয়া ল্যারেটরিজের কাট অব প্রাইস নির্ধারিত হয়েছে ৫০ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা এই ৫০ টাকার ৩০% ডিসকাউন্ট অর্থাৎ ৩৫ টাকা অথবা ২০ টাকা, যেটি কম সে মূল্যে শেয়ার পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার ২০ টাকা করে কিনতে পারবেন।কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজম্যান্ট লিমিটেড। শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।