যে কারণে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে বিএসসি

Date: 2023-01-12 04:00:14
যে কারণে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে বিএসসি
শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ারের প্রতি গত দুই দিন থেকে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে। লেনদেনের পাশাপাশি বেড়েছে শেয়ারদরও। নতুন কয়েকটি জাহাজ কেনার উদ্যোগের খবরেই কোম্পানিটির শেয়ারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। তবে জাহাজ কেনার সিদ্ধান্তের খবরটি এক বছর আগের পুরনো। ২০২২ সালের জানুয়ারিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৬টি জাহাজ কেনার খবর জানিয়েছিল বিএসসি। এর মধ্যে চারটি জাহাজ কেনার সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।তবে কোম্পানিটির জাহাজ সংখ্যা বৃদ্ধির ফলে মুনাফাও বৃদ্ধি পাবে। এতে করে কোম্পানিটি বিনিয়োগকারীদের ভালো রিটার্ণ দিতে পারবে। আর ভালো রিটার্নের আশায়ই বিনিয়োগকারীরা বিএসসির শেয়ারে আগ্রহ দেখাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ডিএসইতে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শেয়ারটি টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানির ৩২ লাখ ১৯ হাজার ৬৬৯টি শেয়ার হাতবদল হয়েছে ৩৯ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকায়। এদিন ১ টাকা ৭০ পয়সা বা ১ দশমিক ৩৭ শতাংশ বেড়ে সর্বশেষ শেয়ারটির দর দাঁড়ায় ১২৬ টাকা ১০ পয়সা, যা আগের দিন ১২৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছিল। বুধবারও লেনদেনের শীর্ষে ছিল শেয়ারটিকোম্পানির ৩৩ লাখ ১৯ হাজার ৪৩৬টি শেয়ার হাতবদল হয়েছে ৪১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকায়। এদিন ৪ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৩০ শতাংশ বেড়েছিল।করোনাকালে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় কোম্পানিটির আয়ও কয়েক গুণ বেড়ে যায়। তাতে বাজারে কোম্পানিটির শেয়ারের দামও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। ২০২১ সালের ১১ জানুয়ারি ডিএসইতে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৪৭ টাকা। বুধবার দিন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ টাকা ৪০ পয়সা। অবশ্য সেপ্টেম্বরের শেষ দিকে শেয়ারের দাম সর্বোচ্চ ১৬৮ টাকা ৯০ পয়সায় উঠেছিল।২০২১ সালে কোম্পানির বার্ষিক মুনাফা হয়েছিল ৭২ কোটি ২ লাখ ১০ হাজার। কিন্তু ২০২২ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে সেটি দাঁড়ায় ২২৫ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে ৩ গুণের বেশি।চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, উল্লিখিত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ৩ টাকা ৯৮ পয়সা। ২০২১ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ৪ টাকা ৩৪ পয়সা। ওই সময়ে কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় বাড়লেও খরচ বেড়ে যাওয়ায় মুনাফা কম হয়েছে। এ কারণে ইপিএস কমেছে।

Share this news