ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানু-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩ পয়সা।তিন প্রান্তিক বা নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি রোকসান হয়েছে ১০ পয়সা। গতবছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৬ পয়সা।গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৮১ পয়সা। এর আগের বছর সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৪০ পয়সা।