ওয়াইম্যাক্স ইলেকট্রোডের লোকসান কমেছে ৩১ শতাংশ
![ওয়াইম্যাক্স ইলেকট্রোডের লোকসান কমেছে ৩১ শতাংশ](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5775/oimex-electord.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়াইম্যাক্স ইলেকট্রোডের চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) শেয়ারপ্রতি লোকসান ৩১ শতাংশ কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৫৩) টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল (০.৭৭) টাকা। এ হিসেবে কোম্পানিটির লোকসান ০.২৪ টাকা বা ৩১ শতাংশ কমেছে।এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর- ডিসেম্বর’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.২৪) টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল (০.৪১) টাকা। এ হিসেবে কোম্পানিটির লোকসান ০.১৭ টাকা বা ৪১ শতাংশ কমেছে।কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ১১.১৯ টাকায়।