ভ্যাট আদায়ে সেবা দেবে জেনেক্স, এনবিআরের সাথে চুক্তি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কে প্রযুক্তিগত সেবা দেবে। কোম্পানিটি এনবিআরের হয়ে পাইকারী ও খুচরা বিক্রেতা-প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) স্থাপন, রক্ষণাবেক্ষণ ও মনিটরিং করবে। এসব ডিভাইস ব্যবহারে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক (এসডি) খাতে সরকারের রাজস্ব বাড়বে।এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে বৃহস্পতিবার (৩ নভেম্বর) একটি চুক্তি সই হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কেন্দ্রে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির মেয়াদ ১০ বছর।জেনেক্স ইনফোসেস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী ফজলে ইমাম ও এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআর ও জেনেক্স এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। LankaBangla securites single pageএনবিআর ও জেনেক্স সূত্রে এই তথ্য জানা গেছে।আলোচিত চুক্তির আওতায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর পাঁচটি কমিশনারেট এর আওতাধীন এলাকার প্রতিষ্ঠানগুলোতে ইএফডি ও এসডিসি সরবরাহ, সংস্থাপন ও মনিটরিংয়ের কাজ করবে জেনেক্স ইনফোসিস।কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে ৩ লাখ ইএফডি ও এসডিসি মেশিন সরবরাহ করবে জেনেক্স ইনফোসিস। লক্ষ্যমাত্রা অনুসারে ইএফডি ও এসডিসি স্থাপন করা গেলে প্রতি বছর জেনেক্স ইনফোসিসের রাজস্ব আসবে ২১২ কোটি টাকা।এদিকে আজ বিকালে জেনেক্স ইনফোসিসের অফিসে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এনবিআরের সাথে করা চুক্তিটির অনুমোদন দেওয়া হয়েছে।