ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড লভ্যাংশ দেবে না
![ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড লভ্যাংশ দেবে না](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5376/Mutual-Fund.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ট্রাস্টি ৩০ জুন, ২০২০ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০৭ পয়সা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ২২ পয়সা।