ভুল তথ্য দিয়ে বিনিয়োগকারীদের ফের বিভ্রান্ত করলো ডিএসই
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের ফের ভুল তথ্য দিয়েছে। এবার তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের দুই প্রান্তিকের আয় নিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে একই ভুলের পুনরাবৃত্তিতে কারসাজি চক্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।জানা গেছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি। বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বিচ হ্যাচারির দ্বিতীয় প্রান্তিকের তথ্য প্রকাশ করা হয়। দুই প্রান্তিকে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটি ৬০ পয়সা শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে বলে জানায় ডিএসই।সূত্র জানায়, দুই প্রান্তিক মিলিয়ে বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। অথচ ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটির ইপিএস দ্বিগুণ দেখানো হয়েছে। পরবর্তীতে যদিও তথ্য সংশোধন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ।এর আগে, গতকাল (মঙ্গলবার) ইস্টার্ন ক্যাবলস লিমিটেড দ্বিতীয় প্রান্তিক নিয়েও ভুল তথ্য দিয়েছিল ডিএসই। কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ২৮ পয়সা লোকসান দিয়েছে এমন তথ্য দেওয়া হয় ডিএসইর ওয়েবসাইটে। যদিও দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২১ পয়সা। অর্থাৎ আয়কে লোকসান হিসেবে দেখানো হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। যদিও প্রায় দুই ঘণ্টা পর তথ্য সংশোধন করে নেয় প্রধান শেয়ারবাজার কর্তৃপক্ষ।জানা গেছে, ইস্টার্ন ক্যাবলসের পর্ষদ সভা অনুষ্ঠিত হয় গত সোমবার (৩০ জানুয়ারি)। পর্ষদ সভা শেষে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদে বলা হয়, দ্বিতীয় প্রান্তিকে ইস্টার্ন ক্যাবলসের শেয়ারপ্রতি আয় হয়েছে ২১ পয়সা। অথচ এক দিন পর ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ভুল তথ্য দেওয়া হয়েছে। ডিএসইর মার্কেট অপারেশন বিভাগের প্রধান মো. রনি ইসলাম ইচ্ছাকৃতভাবেই ভুল তথ্য দিয়েছে বলে অভিযোগ উঠেছে।এসব বিষয়ে জানার জন্য ডিএসইর মার্কেট অপারেশন বিভাগের প্রধান রনি ইসলামের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।ঢাকা স্টক এক্সচেঞ্জর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার মঙ্গলবার অর্থসংবাদকে বলেন, ভুল হলে সংশোধন করে দেওয়া হয়। এটাই স্বাভাবিক। তবে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়নি। তিনি বলেন, আগের কোন ঘটনায় তদন্ত হয়েছে কি না সেটি এখন বলতে পারছি না।শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম অর্থসংবাদকে বলেন, সমসাময়িক বিষয়গুলো নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আমরা কাল বৈঠক করবো। তাঁরা যেন এসব বিষয়ে আরও বেশি সতর্ক হয়, সেটি আমরা বলবো।