ভুল তথ্য দিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে ডিএসই

একটু ছোট ভুল তথ্যেই বড় বড় সিদ্ধান্ত নেয় বাংলাদেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। এমন সিদ্ধান্তে অনেক সময় গুণতে হয় বড় বড় লোকসানও। তাই শেয়ারবাজার সংশ্লিসষ্ট সকল তথ্যই প্রত্যোক ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সতর্কতার সাথে দিতে হয়। সেখানে দায়িত্বশীল প্রতিষ্ঠান দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জই (ডিএসই) ভুল তথ্য দিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ করছেন বিনিয়োগকারীরা।শেয়ারবাজারের সাপ্তাহিক রিপোর্ট করতে গেলে এমন তথ্য দেখা গেছে। এছাড়াও শেয়ারনিউজকে একাধিক বিনিয়োগকারী ফোন করে জানিয়েছেন, বিদায়ী সপ্তাহে (০২-০৬ জুলাই’২৩) সপ্তাহিক যে তথ্য দেওয়া হয়েছে, তার বেশিরভাগই ভুল তথ্য। সপ্তাহজুড়ে শেয়ারদর বৃদ্ধি, শেয়ারদর কমা বা লেনদেনের যে তালিকা দেওয়া হয়েছে তা সঠিক নয়। শুধু তালিকাই না, কোম্পানিগুলোর কি পরিমাণ শেয়ারদর কমেছে বা বেড়েছে, তার শতাংশও ঠিক নেই।অথচ শেয়ারবাজার কেন্দ্রিক অন্যান্য অ্যাপসগুলোর তথ্যে ভিন্ন আসছে। সেই অ্যাপসগুলোর তথ্যের সাথে ডিএসইর কোম্পানিগুলোর তথ্যের মিল থাকলেও সাপ্তাহিক তথ্যে মিল নেই। অর্থাৎ ডিএসইর রিসার্স টিম বিদায়ী সপ্তাহে যে তথ্য দিয়েছে, তার বেশিরভাগই ভুল তথ্য।ডিএসইর সাপ্তাহিক রিপোর্ট বলছে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে খান ব্রাদার্স, অলিম্পিক এক্সেসোরিজ এবং ফু ওয়াং ফুডের। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছিল ফু ওয়াং ফুডের। তারপরে অবস্থান করছে অলিম্পিক এক্সেসোরিজ এবং খান ব্রাদার্স পিপি।একই অবস্থা শেয়ারদর কমার ক্ষেত্রেও। ডিএসইর তথ্য মতে, সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে নর্দার্ণ জুট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং আরএসআরএম স্টিলের। কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে মেঘনা লাইফ, নর্দার্ণ জুট এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের।ডিএসইর এমন ভুল তথ্যের কারণে বিভ্রান্তিতে পড়েতে পারেন বিনিয়োগকারীরা। তাই দেশের সবচেয়ে বড় শেয়ারবাজার হিসেবে প্রতিষ্ঠানটিকে আরও সতর্কতার সাথে তথ্য প্রকাশের আহবান জানান বিনিয়োগকারীরা।বিনিয়োগকারী বলেন, এমনিতেও ডিএসইর প্রায়ই একের পর সমস্যা লেগেই থাকে। কখনো লেনদেনে সমস্যা; আবার কখনো মোবাইল অ্যপসের সমস্যা। এখন আবার রিসার্স টিম সাপ্তাহিক তথ্য ভুল দিচ্ছে। যা বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি তৈরী করছে।