ভিন্ন মাত্রায় দেশের শেয়ারবাজার

Date: 2023-03-05 04:00:17
ভিন্ন মাত্রায় দেশের শেয়ারবাজার
দীর্ঘদিন পর দেশের শেয়ারবাজারে আজ (রোববার) বিরল এক নজির দেখা গেল। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রথম ২২টি কোম্পানিরই শেয়ার দর বেড়েছে। এমনকি লেনদেনের শীর্ষ তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে একাধিক কোম্পানি দর বৃদ্ধির শীর্ষ তালিকায়ও উঠে এসেছে। আর লেনদেনের শীর্ষ ইতিবাচক থাকা ২২ কোম্পানির মধ্যে অন্তত ৫টি কোম্পানির দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।বাজারসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পর দেশের শেয়ারবাজারে বিরল এই দৃষ্টান্ত দেখা গেল। তাঁরা বলছেন, ধারাবাহিক পতনের ধাক্কায় বাজার তলানিতে এসে ঠেকেছিল। এখন সামনে যাওয়ার পালা। তাঁরা বলছেন, সামনে বাজার অনেক ভালো হবে। এখন থেকে হয়তো প্রতিদিনই এই রকম ভালো ভালো দৃষ্টান্ত চোখে পড়তে পারে।বাজার বিশ্লেষণে দেখা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই থেমে থেমে বাজারে পতন হয়েছে। যু্দ্ধের ধামামায় বিশ্বের শেয়ারবাজারে এক অকাংখিত ঝাঁকুনি দেখা দেয়। যার প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত ছিল না। যুদ্ধ শুরুর পর থেকে খুব কম সপ্তাহ গেছে যেদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির সবগুলোর শেয়ার দর ইতিবাচক ছিল। এমনও দিন গেছে যেদিন লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির সবগুলোর শেয়ার দরই কমেছে। সেদিক থেকে আজ শেয়ারবাজার ছিল অনন্য মাত্রায়। আজ কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি, সূচক, লেনদেন সবকিছুই ছিল ভিন্ন মাত্রায়। যা গত দেড় বছরের মধ্যে কদাচিত দেখা গেছে।আজ ডিএসইতে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৫২ কোম্পানির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত ছিল ১৭৭টির। লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৩৭ লাখ টাকার। এদিন ফ্লোর প্রাইস অতিক্রম করার কোম্পানিও ছিল উল্লেখযোগ্য।আজ দিনের শুরু থেকেই বাজার ইতিবাচক ধারায় থাকতে দেখা যায়। দিনের মধ্যভাগে ক্রেতাদের চাপ প্রচন্ড বেড়ে যায়। ফলে শেয়ারের দর বৃদ্ধিতে নতুন গতি দেখা যায়। এই সময়ে বিনিয়োগকারীদের মধ্যে অনেক দিন পর হাসি দেখা যায়। যা লেনদেনের শেষ পর্যন্ত দেখা যায়। সব মিলিয়ে বিনিয়োগকারীরা শেয়ারবাজার নিয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করছে।এদিকে দায়িত্বশীল একটি সূত্র জানায়, গত বুধবার ও বৃহস্পতিবার মতিঝিলের সিটি সেন্টারে একটি ব্রোকারেজ হাউজে শেয়ারবাজারের আলোচিত বড় বিনিয়োগকারীদের দুটি সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় বড় বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে বিভেদ ভুলে বাজারে সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। যার প্রভাব আজ বাজারে দেখা যায়।ওই সূত্র শেয়ারনিউজকে জানায়, বড় বিনিয়োগকারীরা রোজার আগেই শেয়ারবাজারে নিজেদের তহবিলের সঙ্গে বাইর থেকেও নতুন করে অর্থ আনার জোর প্রয়াস চালাচ্ছে। যার ফলে সামনে এবং রোজার মাসে বাজার আরও গতিশীল হওয়ার সম্ভাবনা সমধিক। যদিও অন্যান্য বছরগুলোতে রোজার মাসে শেয়ারবাজার কিছুটা মন্দায় থেকেছে।

Share this news