ভারতের পশ্চিমবঙ্গে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি ওয়ালটনের

Date: 2024-03-24 21:00:08
ভারতের পশ্চিমবঙ্গে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি ওয়ালটনের
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজের ফ্যানের গুণগত মান অনেক ভালো হওয়ায় দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে।চলতি মাসে ভারতের পশ্চিমবঙ্গে ৫০ লাখ টাকা মূল্যের ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন। ওয়ালটন ফ্যানের গ্লোবাল বিজনেস অপারেশন বিভাগের প্রধান আব্দুল লতিফ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।তিনি জানান, ২০২২ সাল থেকে পশ্চিমবঙ্গে ফ্যান রপ্তানি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় চলতি মাসে পশ্চিমবঙ্গে মোট ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন। রপ্তানি করা ফ্যানের মধ্য রয়েছে স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান ও টর্নেডো ফ্যান।তিনি জানান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, মালদহ, শিলিগুড়ি, বারাসাত, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানীয় ডিলাররা ওই ফ্যান নিয়েছেন ওয়ালটন থেকে।এই বিষয়ে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) সোহেল রানা বলেন, ভারত সম্ভাবনাময় এক বিশাল বাজার। দেশটিতে প্রতিবছরই ওয়ালটন ফ্যানের চাহিদা ও রপ্তানি বাড়ছে।

Share this news