ভারতে রেপো হার সাড়ে ৬ শতাংশে স্থির রেখেছে কেন্দ্রীয় ব্যাংক

Date: 2023-04-06 01:00:18
ভারতে রেপো হার সাড়ে ৬ শতাংশে স্থির রেখেছে কেন্দ্রীয় ব্যাংক
গত ১১ মাসে টানা ছয়বার রেপো সুদের হার বাড়িয়েছিল ভারতের কেন্দ্রীয় ব্যাংক। প্রায় আড়াই শতাংশ বৃদ্ধি পেয়ে দেশটিতে সর্বশেষ রেপো সুদহার দাঁড়ায় ৬ দশমিক ৫ শতাংশে। এই হার আরও বাড়ানো হতে পারে বলে অনেক বিশেষজ্ঞের ধারণা ছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে সর্বশেষ হারকেই ধরে রেখেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। খবর দ্য ইকোনমিক টাইমস, দ্য হিন্দু ও এনডিটিভির। আজ বৃহস্পতিবার আরবিআই তাদের দ্বি-মাসিক মুদ্রানীতি সভায় রেপো সুদহার ৬ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত রাখার বিষয়টি অনুমোদন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটি (এমপিসি) সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে।তবে এই হার স্থায়ী কিছু না এমন কথা উল্লেখ করে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে আবারও এই রেপো সুদহার বৃদ্ধি করতে পারে।বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে সুদহারে অর্থ ধার নেয়, তাই রেপো নামে পরিচিত। রেপো রেট বাড়ানো হলে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করতে ব্যাংকগুলোকে বেশি সুদ গুনতে হয়।মূলত বাজারে অর্থের প্রবাহ কমাতে এমন পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংকগুলো। ধারণাটি হলো বেশি সুদের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে কম টাকা ধার করবে এবং ঋণও কম দেবে। ফলে এসব পদক্ষেপ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।এর আগে টানা ছয় দফায় রেপো সুদের হার বাড়িয়েছিল ভারতের কেন্দ্রীয় ব্যাংক। গত বছরের মে থেকে কেন্দ্রীয় ব্যাংক রেপো হার ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। চলতি সপ্তাহেও তা আরও বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর বৃদ্ধি করেনি ভারতের রিজার্ভ ব্যাংক।ভারতের কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটি সুদের হার নির্ধারণের জন্য খুচরা মূল্যস্ফীতি হিসাব বিবেচনা করে। গত জানুয়ারিতে ভারতে খুচরা মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৫২ শতাংশ, ফেব্রুয়ারিতে যা কমে হয় ৬ দশমিক ৪৪ শতাংশ। আর বছর শেষে দেশটির মূল্যস্ফীতির হার ৫ দশমিক ২ শতাংশে নেমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।এনডিটিভির খবরে বলা হয়েছে, অসময়ের বৃষ্টির কারণে ভারতে খাদ্যের দাম বেড়ে যেতে পারে। এ ছাড়া সম্প্রতি তেলের উৎপাদন কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক। এ কারণে তেলের দাম বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত আমদানি করা পণ্যের মূল্য আরও বাড়াতে পারে। এ রকম পরিস্থিতিতে অনেকেরই ধারণা ছিল, মূল্যস্ফীতি আরও কমিয়ে আনতে রেপো সুদহার আবারও বাড়ানো হতে পারে।

Share this news