ভারত শেয়ারবাজারে রক্তপাত, সূচকের বড় পতন
ভারতের শেয়ারবাজারে আজ বুধবার বড় ধরনের পতন হয়েছে। শেয়ারবাজারের প্রধান দুই সূচক নিফটি ও সেনসেক্স—উভয়ই বিপুল হারে পয়েন্ট হারিয়েছে। সেনসেক্সের পতন হয়েছে ৯২৮ পয়েন্ট আর নিফটির পতন হয়েছে ২৭৩ পয়েন্ট। খবর ইকোনমিক টাইমসের ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আজ বোম্বে স্টক বা এক্সচেঞ্জ বা দালাল স্ট্রিটে রীতিমতো রক্তপাত হয়েছে। বড় বড় কোম্পানির দরপতন হয়েছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর কমেছে ১১ শতাংশ, আদানি পাওয়ার লিমিটেডের ৫ শতাংশ। আদানি গোষ্ঠীর প্রায় প্রধান দুই সূচকের পাশাপাশি অন্যান্য সূচকেরও আজ পতন হয়েছে। তাতে ভারতের শেয়ারবাজারের অস্থিরতা সূচক হিসেবে পরিচিত ইন্ডিয়া ভিআইএক্সের উত্থান হয়েছে ১২ শতাংশ।বিশ্বায়িত পৃথিবীতে এখন এক দেশে শেয়ারবাজারের পতন হলে আরেক দেশেও তার প্রভাব পড়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো দেশে শেয়ারবাজারের পতন বা সামষ্টিক অর্থনীতির বড় কোনো সিদ্ধান্তের ফল এখন ভারতের বাজারেও প্রায় তাৎক্ষণিকভাবে অনুভূত হয়। আজ ভারতের শেয়ারবাজারে ঠিক সেটাই ঘটেছে।বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশটির মূল্যস্ফীতি হ্রাসের গতি খুবই কম। সে কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও উচ্চহারে নীতি সুদহার বৃদ্ধি করবে—এমন ধারণা থেকে দেশটির ১০ বছর মেয়াদি বন্ডের সুদহার অনেকটাই বেড়ে গিয়ে ৩ দশমিক ৯৫ শতাংশে উঠেছে। অর্থাৎ বন্ডে বিনিয়োগ করা শেয়ারবাজারে বিনিয়োগ করার চেয়ে লাভজনক, সেই সঙ্গে নিরাপদ তো বটেই—এই চিন্তা থেকে ভারতের বাজারের বিনিয়োগকারীরা আজ হাত গুটিয়ে ছিলেন। যুক্তরাষ্ট্রে বন্ডের সুদহার বৃদ্ধির কারণে গতকাল সেখানে শেয়ারবাজারের পতন হয় আর তার প্রভাবে আজ ভারতের শেয়ারবাজারে ধস নামে।যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙা হচ্ছে। দেশটির সামষ্টিক অর্থনীতির পরিসংখ্যান ইতিবাচক। সম্প্রতি দেশটির এসঅ্যান্ডপি গ্লোবাল পারচেজিং ম্যানুফ্যাকচারার ইনডেক্সের মান ৫০ দশমিক ২–এ উঠেছে, গত আট মাসের মধ্যে এই প্রথম তার সম্প্রসারণ হলো। দেশটির বেকারত্বের হার ৩ শতাংশ নেমে এসেছে। মজুরিও বাড়ছে। আর এসব কিছুর সম্মিলিত ফল হলো, মূল্যস্ফীতির হার বৃদ্ধির সম্ভাবনা। তাতেই আবার নীতি সুদহার বৃদ্ধির আশঙ্কা এবং সেই আশঙ্কা থেকে গতকাল যুক্তরাষ্ট্রের ডাউ জোনস, এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক কম্পোজিট সূচকের ২ শতাংশের বেশি পতন হয়েছে।বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সূচকের মধ্যে আজ সকালে স্টক্স ইউরোপ ৬০০-এর পতন হয়েছে ১ শতাংশ, এসঅ্যান্ডপি ফিউচারসের পতন হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ, নাসডাক ১০০ ফিউচারসের পতন হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ, এমএসসিআই এশিয়া প্যাসিফিক ইনডেক্স আর এমএসসিআই ইমার্জিং মার্কেটস ইনডেক্সের পতন হয়েছে ১ দশমিক ৩ শতাংশ।এ ছাড়া আজ দিন শেষে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কমিটির বৈঠকের সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার কথা আছে। একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটির বৈঠকের সিদ্ধান্ত আসতে পারে।যুক্তরাষ্ট্রের নীতি সুদহার আর বৃদ্ধির আরেকটি ফল হলো, ডলার শক্তিশালী হওয়া। আজ ফেড যদি আবারও নীতি সুদহার বৃদ্ধি করে, সেই আশঙ্কায় ভারতীয় মুদ্রা রুপির দরপতন হয়েছে। রুপির দর ৪ পয়সা কমে এখন প্রতি ডলারের বিপরীতে তার মান দাঁড়িয়েছে ৮২.৮৩। তবে ইউএস ডলার ইনডেক্সের মান শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ কমেছে আজ।