ভালো কোম্পানি তালিকাভুক্তিতে প্রতিবন্ধকতা দূর করার দাবি

Date: 2023-08-21 17:00:11
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে প্রতিবন্ধকতা দূর করার দাবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত করাতে ভালো কোম্পানিগুলোর কাছে যখন প্রস্তাব নিয়ে যাওয়া হয় তখন তারা তাদের লাভের বিষয় জানতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে এখানে তাদের জন্য বিশেষ কোনো লাভ দেখানো সম্ভব হয় না। এ অভিযোগ জানিয়ে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান বাড়ানোসহ বেশকিছু প্রস্তাব করেছেন মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতিনিধিরা। গতকাল ডিএসইর ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‌মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে তালিকাভুক্তি সমন্বয়সংক্রান্ত এক আলোচনা সভায় এ প্রস্তাব জানানো হয়েছে। একই সঙ্গে তারা মার্চেন্ট ব্যাংকগুলোর সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব জানিয়েছেন।ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সচেঞ্জটির চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।৷ এতে বিশেষ অতিথি ছিলেন বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ ও মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম উপস্থিত ছিলেন।সভায় মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতিনিধি হিসেবে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও ইফতেখার আলম, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মাজেদা খাতুন, আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি রেজা উদ্দিন আহমেদ ও এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকভুক্ত করানোর ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। পাশাপাশি তারা তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান বাড়ানো এবং লভ্যাংশ আয়কে পুরোপুরি করমুক্ত করাসহ বেশকিছু প্রস্তাব করেছেন। তারা জিডিপিতে পুঁজিবাজারের অবদান বাড়াতে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে তালিকাভুক্তির ক্ষেত্রে আইপিওতে নতুন শেয়ার ইস্যুর পাশাপাশি প্লেসমেন্ট ইস্যুর সুযোগ রাখার প্রস্তাব করেছেন। এছাড়া মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে ডিরেক্ট লিস্টিংয়ের ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মার্চেন্ট ব্যাংকগুলোর সুযোগ-সুবিধা বাড়ানোর ক্ষেত্রে তারা প্রস্তাব করেছে, যাতে এ ব্যাংকগুলো আরো বেশি ও ভালো আইপিও বাজারে আনতে কাজ করতে পারে। ডিএসইর চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ‘নতুন কোম্পানি তালিকাভুক্ত করার ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা যে বক্তব্য দিয়েছেন দৃশ্যত তা খুবই হতাশাজনক। কিন্তু আমরা এখানে আশা দেখছি। কারণ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো উঠে এসেছে। এখন আমরা সেগুলো সমাধানে কাজ করতে পারব। যদিও পুঁজিবাজারের সমস্যা একদিনে আলোচনা বা সেমিনার করে সমাধান করা সম্ভব নয়। নতুন কোম্পানি তালিকাভুক্ত করার ক্ষেত্রে কোম্পানিগুলোর অনেকগুলো বিষয়কে দেখতে হয়। এ অবস্থায় আমাদের একটি মাল্টিডাইমেনশন বডি তৈরি করা উচিত, যারা বাজারের সঠিক পর্যালোচনার মাধ্যমে কীভাবে মার্কেটকে ওঠানো যায় সেই দিকনির্দেশনা তৈরি করবে, যেটি প্রধানমন্ত্রীর কাছে আমরা দিতে পারব।’

Share this news