ভাগ্য খুলেছে স্কয়ার ফার্মার বিনিয়োগকারীদের

Date: 2023-07-13 18:00:09
ভাগ্য খুলেছে স্কয়ার ফার্মার বিনিয়োগকারীদের
সাত মাসেরও বেশি সময় ফ্লোর প্রাইসে থাকার পর ফার্মা খাতের বনেদি শেয়ার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারে ভাগ্য খুলেছে বিনিয়োগকারীদের। এদিন কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসের শৃংখল ভেঙ্গে লেনদেন হয়েছে।শেয়ারবাজারে ব্লু-চিপ খ্যাত কোম্পানিটির শেয়ার সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার ২০৯ টাকা ৮০ পয়সার ফ্লোর প্রাইস ভেঙ্গে ২১১ টাকা ৯০ পয়সা লেনদেন করেছে। দিনশেষে শেয়ারটি ক্লোজিং হয়েছে ২১০ টাকা ৪০ পয়সায়।কোম্পানিটির শেয়ারের লেনদেনে ছিল আজ বড় গতি। সকাল সাড়ে ১১টায় ফ্লোর প্রাইসের চৌহদ্দি ভেঙ্গে ১৩ লাখ ৬৪ হাজারের বেশি শেয়ার লেনদেন করে ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে শক্ত অবস্থান নিয়েছে।এর আগে গত বছর ২৮ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে পতন ঠেকাতে ফ্লোর প্রাইস আরোপ করলে স্কয়ার ফার্মার ফ্লোর প্রাইস নির্ধারিত হয় ২০৯ টাকা ৮০ পয়সা। গত কয়েক মাসে শেয়ারবাজারে উত্থান-পতনের মধ্যে দুর্বল ও অস্তিত্ব সংকটে থাকা বহু কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে শিকল ভেঙ্গে ওপরে উঠলেও ব্লু-চিপ শেয়ারটি ফ্লোর প্রাইসে আটকে থাকে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানির বিনিয়োগকারীরা প্রতিদিনই ফ্লোর প্রাইসে শেয়ার বিক্রি করার আদেশ দিয়ে হতাশ হন। কারণ প্রতিদিনই লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লাখ লাখ বিনিয়োগকারী ফ্লোর প্রাইসে বিক্রির আদেশ দিয়ে অপেক্ষা করেন। কিন্তু দিনশেষে লাখ লাখ শেয়ারের বিপরীতে হাজার শেয়ারও বিক্রি হয় না।আজ কোম্পানিটির সঙ্গে অতালিকাভুক্ত একটি ওষুধ কোম্পানির একটি বাণিজ্যিক চুক্তির খবর এসেছে। এ খবরেই শেয়ারটির বিনিয়োগকারীদের ভাগ্য খুলেছে। তাদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর যেন শেষ হয়েছে। এখন তারা ইচ্ছে করলেই শেয়ারটি অন্তত বিক্রি করতে পারবেন।বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেয়ার ক্ষেত্রে স্কয়ার ফার্মা শেয়ারবাজারে বরাবরই শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে। গতবছর ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।সদ্য সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২২-থেকে মার্চ’২৩) কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৬ টাকা ৮২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ০৩ পয়সা।সর্চশেষ শেয়ার দরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে ৯.৩৮ পয়েন্ট।

Share this news