উভয় স্টক এক্সচেঞ্জে ৪ প্রতিষ্ঠানে আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের

Date: 2024-01-20 08:00:11
উভয় স্টক এক্সচেঞ্জে ৪ প্রতিষ্ঠানে আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের
বিদায়ী সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আগ্রহ কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠানে। এগুলো হলো-ফাস ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক এবং আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। এই ৪ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের আগ্রহ কমায় উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতন বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ফাস ফাইন্যান্স।সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ৯.৬৮ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ প্রতিষ্ঠানের ৯ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ১১.১১ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানের ২৩ লাখ ৭৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে মাইডাস ফাইন্যান্স।সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭.০৩ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৫ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬.৯২ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬.৩৩ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ২৮ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৫ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার দশম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৫.৭৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির ৫.৮৮ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৫ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১ কোটি ১১ লাখ ৩০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।সিএসইতে প্রতিষ্ঠানটি লুজার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির ইউনিট দর কমেছে ৮.৫৭ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৪ লাখ ৪৬ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

Share this news