ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে ৬ শেয়ারে বিনিয়োগে সতর্কতা

Date: 2023-05-19 21:00:23
ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে ৬ শেয়ারে বিনিয়োগে সতর্কতা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১৪-১৮ মে) বেড়েছে মূল্যসূচক ও বাজার মূলধন। তবে লেনদেনের পরিমাণ কমেছে।গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৬৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৫৭ কোটি টাকা।গত বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার যা ছিল ৭ লাখ ৬৬ হাজার ১০৬ কোটি ৭৪ লাখ টাকা।সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৭৪টির ও অপরিবর্তীত রয়েছে ২০৫টি কোম্পানির। লেনদন হয়নি ১৪টির।ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৯০ দশমিক ২০ পয়েন্টে।এদিকে গত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ দেয় ডিএসই। ছয় কোম্পানির শেয়ারে বিনিয়োগের বিষয়ে যা সতর্কবার্তা হিসেবে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। কোম্পানিগুলো হলো- চার্টার্ড লাইফ, খান ব্রাদার্স, ওয়াইম্যাক্স, জুট স্পিনার্স, সিমটেক্স এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Share this news