উত্তরা ফাইন্যান্সের অবসায়ন আবেদন খারিজ

Date: 2023-02-01 16:00:36
উত্তরা ফাইন্যান্সের অবসায়ন আবেদন খারিজ
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের অবসায়ন ও অন্যান্য প্রতিকার চেয়ে করা বাংলাদেশ ব্যাংকের অপসারিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এসএম শামসুল আরেফিনের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। গত ৩১ জানুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট বিভাগের কোম্পানি জাজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। উত্তরা ফাইন্যান্সের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।উত্তরা ফাইন্যান্সের বিশেষ নিরীক্ষায় ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পায় বাংলাদেশ ব্যাংক। এ অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় শামসুল আরেফিনকে অপসারণ করে গত বছরের ২২ জুন কোম্পানিটির চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক।

Share this news