উৎপাদনের সুখবরে সুফল মিললো একদিন পর

Date: 2022-12-14 04:00:17
উৎপাদনের সুখবরে সুফল মিললো একদিন পর
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির বোর্ড সভা ৫টি অটোগ্যাস স্টেশনে বিনিয়োগের সিদ্ধান্ত হয়। গতকাল কোম্পানিটির শেয়ারদর নিন্মমূখী থাকলেও আজ উৎপাদনের খবরে ঘুরে দাঁড়িয়েছে। উৎপাদনের খবরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকায় আজ বেড়েছে কোম্পানিটির শেয়ারদর।জানা গেছে, কোম্পানিটি একটি এলপিজি অটোগ্যাস স্টেশন চট্টগ্রামে এবং আরেকটিসিএনজি গ্যাস স্টেশন ঢাকার কেরানীগঞ্জে বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত। আগামী ১৮ ডিসেম্বর ২০২২ থেকে এই দুটি সিএনজি গ্যাস স্টেশন সম্পূর্ণভাবে কাজ শুরু করবে।কোম্পানিটির গত কয়েকদিনের বাজার দর পর্যালোচনা করলে দেখা যায়, গত ০৮ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির শেয়ার দর ছিল ৪০ টাকা। এরপর দিন ১১ ডিসেম্বর ২০২২ এর দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে উঠে ৪৪ টাকায় বিক্রতা শূন্য হয়ে যায়। ১২ ডিসেম্বর শেয়ারটির দর আরও ২ টাকা বা ৪.৫৫ শতাংশ বৃদ্ধি পায়। উৎপাদনের আসার খবর প্রকাশের আগের দিন কোম্পানির ক্লোজিং দর ছিল ৪৬ টাকা। বিনিয়োগের খবর প্রকাশের পরপরই গতকাল মঙ্গলবার শেয়ারটির দর নিম্নমুখি হয় এবং দিন শেষে ক্লোজিং প্রাইস হয় ৪৩ টাকা ৮০ পয়সা। আজ হঠাৎ আবার কোম্পানিটির শেয়ারটির দরে চাঙ্গাভাব ফিরে আসে। আজ কোম্পানিটির দর বাড়ে ২ টাকা ৪০ পয়সা বা ৫.৪৮ শতাংশ।কোম্পানিটির ডিভিডেন্ড ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০১৮ সালে কোম্পানি ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছে। এর পরের বছর ২০১৯ সালে ১০ শতাংশ স্টক, ২০২০ সালে কোম্পানি ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক, ২০২১ সালে কোম্পানি ২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং সর্বশেষ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। যার রেকর্ড ডেট ছিল ১১ নভেম্বর ২০২২।ডিভিডেন্ড ঘোষণার পর কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে শেয়ারটির ইপিএস হয়েছে ৫১ পয়সা যা এর আগের বছর একই সময়ে ছিল ৩৩ পয়সা। এই হিসাবে শেয়ারটির ইপিএস বেড়েছে ১৮ পয়সা বা ৫৪.৫৪ শতাংশ। সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও রয়েছে ২২.৬৫ পয়েন্টে।

Share this news