উত্থানের দিনেও ফ্লোর প্রাইসে ফিরেছে চার কোম্পানি
![উত্থানের দিনেও ফ্লোর প্রাইসে ফিরেছে চার কোম্পানি](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4488/image-218631-21.jpg)
উত্থানেও শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০৬টির কোম্পানি ফ্লোর প্রাইসে অবস্থান করছে। কোম্পানিগুলোর শেয়ার কোনভাবেই ফ্লোর প্রাইসের গন্ডি অতিক্রম করতে পারছে না। এদিকে প্রতিদিনই বেড়েই চলেছে ফ্লোর প্রাইসের কোম্পানির সংখ্যা। আজ মঙ্গলবার বড় উত্থানের দিনে ১১টি কোম্পানি ফ্লোর প্রাইস অতিক্রম করলেও, ফ্লোর প্রাইসে ফিরেছে চার কোম্পানির শেয়ারদর। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।আগের থেকে ফ্লোর প্রাইসে থাকা প্রতিষ্ঠান এবং সোমবার ফ্লোর প্রাইসে ফেরা প্রতিষ্ঠান মিলে ফ্লোর প্রাইসের মোট প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল ২০৬টি। আজকের ফ্লোর প্রাইসে ফেরা ০৪টি নিয়ে ফ্লোর প্রাইসে অবস্থান করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ২১০টিতে।আজ নতুন করে ফ্লোর প্রাইসে আসা চারটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মাইডাস ফাইন্যান্স, রেনউইক যজ্ঞেশ্বর এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।