উত্থানের ছোঁয়াতেও দুই ব্যাংকের পিছুটান

Date: 2023-03-29 18:00:26
উত্থানের ছোঁয়াতেও দুই ব্যাংকের পিছুটান
রমজান মাসের তৃতীয় কার্যদিবস আ বুধবার (২৯ মার্চ) শেয়ারবাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। প্রধান শেয়রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আজ বেড়েছে সাড়ে ৩ পয়েন্টের বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮০টির শেয়ার দর বেড়েছে, ২৭টির কমেছে এবং ১৯৯টির দর অপরিবর্তিত ছিল। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।উত্থানের ছোঁয়ায় আজ ৬টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন করেছে। কিন্তু এর মধ্যেও দুইটি ব্যাংকের শেয়ার পেছনের দিকে হেঁটে ফ্লোর প্রাইসে ঠাঁই নিয়েছে। ব্যাংক দুটি হলো-ব্যাংক এশিয়া ও উত্তরা ব্যাংক।ব্যাংক এশিয়ার শেয়ার গত কয়েক দিন যাবত ফ্লোর প্রাইসের সামান্য ওপরে লেনদেন করেছে। আজ শেয়ারটি ফ্লো প্রাইস ২০ টাকা ২০ পয়সায় লেনদেন করেছে। গত কয়েক দিন যাবত শেয়ারটি ২০ টাকা ৪০ পয়সা থেকে ২০ টাকা ৭০ পয়সার মধ্যে ঘুরাফিরা করেছে।অন্যদিকে, উত্তরা ব্যাংকের ফ্লোর প্রাইস ২০ টাকা ৩০ পয়সা। কোম্পানিটির শেয়ার গত কয়েক দিন যাবত ২০ টাকা ৪০ পয়সায় লেনদেন করেছে। আজ কোম্পানিটির ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানানোর পর শেয়ারটির দর ১০ পয়সা কমে ২০ টাকা ৩০ পয়সায় স্থান নিয়েছে।উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল দুপুর ২টায় ব্যাংকটির ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আগের বছর কোম্পানিটি ১৪ শতাংশ ক্যাশ ও ১৪ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ টাকা ৯৩ পয়সা।এদিকে, সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৫৩ পয়সা।

Share this news