উত্থানের বাজারেও শীর্ষ দুই শেয়ারের পিছুটান

Date: 2023-03-21 05:00:29
উত্থানের বাজারেও শীর্ষ দুই শেয়ারের পিছুটান
অনেক দিন পর শেয়ারবাজারের বিনিয়োগকারীরা আশা করার মতো উত্থান দেখলো। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ১৯ পয়েন্ট। আজ শেয়ার দর বেড়েছে ৮৭ কোম্পানির। আর পতন হয়েছে ১৪ কোম্পানির। অর্থাৎ পতনের চেয়ে উত্থান হয়েছে ৬ গুণের বেশি।আজ ডিএসইতে শীর্ষ লেনদেনের ১০ কোম্পানির মধ্যে ৮ কোম্পানিরই শেয়ার দর বেড়েছে তবে কমেছে দুটির। উত্থানের বাজারেও এই দুই কোম্পানির শেয়ার দরে পিছুটান দেখা গেছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে সী পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, সোনালী পেপার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।শীর্ষ লেনদেনের কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকম ও রংপুর ডেইরির শেয়ার ছাড়া বাকি সবগুলো কোম্পানির শেয়ার দর বেড়েছে। কেবল এই দুটি কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানি দুটির শেয়ার গত কিছুদিন যাবত মন্দা বাজারেও বেড়েছে। উত্থানের বাজারে মুনাফায় থাকা বিনিয়োগকারীরা কোম্পানি দুটি থেকে মুনাফা তোলার সুযোগ নিয়েছে।

Share this news