উত্থানের বাজারে ক্রেতা সংকটে ৪২ শতাংশ কোম্পানির শেয়ার

Date: 2022-10-02 11:00:13
উত্থানের বাজারে ক্রেতা সংকটে ৪২ শতাংশ কোম্পানির শেয়ার
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ রোববার (০২ অক্টোবর) সূচকের উত্থান হয়েছে ১৮.৬৯ পয়েন্ট। এই নিয়ে টানা তিন কাযদিবস সূচকের উত্থান হলেও শেয়ার ক্রেতা সংকট রয়েছে তালিকাভুক্ত প্রায় অর্ধেক কোম্পানির। আজ দিন শেষে ১৫৮টি কোম্পানি বা ৪২ শতাংশ কোম্পানির শেয়ার ক্রেতা সংকটে ছিলো।। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এদিন সূচক বাড়লেও ক্রেতা সংকট ছিল ১৫৮টিরও বেশি কোম্পানির শেয়ারের। এর মধ্যে সবচেয়ে বেশি ক্রেতার সংকট ছিল বিমা খাতের শেয়ারে। এরপর ক্রেতা না থাকার শীর্ষে ছিল মিউচ্যুয়াল ফান্ড খাত। এছাড়াও ব্যাংক, বস্ত্র, প্রকৌশল, ওষুধ খাত সহ প্রায় সব খাতের দুই-তিনটি করে কোম্পানির শেয়ারের ক্রেতা ছিল না।কোম্পানির ক্রেতা সংকটে থাকা বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে অবস্থান করছে। যা দিনকে দিন বিনিয়োগকারীদের মাঝে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্রেতা সংকটতে থাকায় বিনিয়োগকারীরা চাইলেও লোকসানে শেয়ার বিক্রি করতে পারছে না। নিজেদের টাকার প্রয়োজন হলেও শেয়ার বিক্রি করে টাকা উত্তোলন করতে পারছে না।দীর্ঘদিন ফ্লোরে পরে থাকার কারণে নিজেদের শেয়ার বিক্রি করতে না পারার কারণে, এখন লোকসানে হলেও শেয়ার বিক্রি করতে চায় বিনিয়োগকারীরা। যার কারণে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার দাবি উঠেছে বিনিয়োগকারীদের মাঝে।বিনিয়োগকারীরা বলছেন, ফ্লোর প্রাইস তুলে দিলে কম দামে হলেও শেয়ার বিক্রি করে নিজেদের অর্থের প্রয়োজন মেটানো সম্ভব হতো। এছাড়াও অন্য কোন শেয়ারে নতুন করে বিনিয়োগ করতে পারতো। যা ফ্লোর প্রাইসের কারণে সম্ভব হচ্ছে না। তাই বিনিয়োগকারীদের মাঝে ফ্লোর প্রাইস তুলে বিষয়ে তৎপরতা বেড়েছে।রোববারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৩১.৫৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৮২ এবং ডিএসই-৩০ সূচক ৩.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৩.৫৫ পয়েন্টে এবং দুই হাজার ৩৩৩.৮২ পয়েন্টে।ডিএসইতে আজ এক হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩১৬ কোটি ৪৫ লাখ টাকা বেশী। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, শেয়ার দর কমেছে ৮১টির এবং ১৭৭টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭০.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৬০.১৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দর বেড়েছে, কমেছে ৫৫টির আর ১০৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news