উত্থানেও মিউচুয়াল ফান্ড ও বস্ত্র খাতে আগ্রহ নেই

Date: 2022-12-28 16:00:15
উত্থানেও মিউচুয়াল ফান্ড ও বস্ত্র খাতে আগ্রহ নেই
নামমাত্র উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল বুধবার লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এছাড়া গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। গতকাল সূচকের কিছুটা উত্থানেও শুধু মিউচুয়াল ফান্ড ও বস্ত্র খাতে বিনিয়োগকারীদের চাহিদা কম থাকায় দরপতন হয়েছে। বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ছিল সেবা ও আবাসন খাতের শেয়ার। ফলে আলোচিত খাতটিতে শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। এরপর দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল কাগজ ও মুদ্রণ খাতের শেয়ার। আইটি এবং ভ্রমণ ও অবকাশ খাত দর বৃদ্ধির দিক থেকে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা সেবা খাতের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৫০ শতাংশ। এদিন খাতটিতে মোট চারটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে তিনটির দর বেড়েছে এবং একটি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত ছিল। দ্বিতীয় স্থানে থাকা কাগজ খাতের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ২০ শতাংশ। খাতটিতে মোট ছয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে চারটি কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং দুটি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল তৃতীয় স্থানে থাকা আইটি খাতের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ২০ শতাংশ। এ খাতে গতকাল লেনদেন হওয়া মোট ১১ কোম্পানির মধ্যে সাতটির দর বেড়েছে এবং একটি ছাড়া বাকি সব কোম্পানির শেয়ারদর কমেছে। শূন্য দশমিক ৮০ শতাংশ শেয়ারদর বেড়ে চতুর্থ স্থানে ছিল ভ্রমণ খাত। খাতটিতে গতকাল লেনদেন হওয়া চারটি কোম্পানির মধ্যে দুটির দর বেড়েছে এবং দুটির অপরিবর্তিত ছিল। টেলিকমিউনিকেশন, সিমেন্ট ও আর্থিক খাতে শেয়ারদর বৃদ্ধি বা কমার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি।এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় মিউচুয়াল ফান্ড এবং বস্ত্র খাতে শেয়ারদর সবচেয় বেশি কমেছে। খাত দুটিতে গতকাল শেয়ারদর কমেছে দশমিক ১০ শতাংশ।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয় বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ৩৪ দশমিক ৫০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা ব্যাংক খাতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৩০ শতাংশ লেনদেন হয়েছে। ৬ দশমিক ৮০ শতাংশ লেনদেন হওয়া আইটি খাত রয়েছে তৃতীয় স্থানে। গতকাল চতুর্থ স্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতে ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৮০ শতাংশ লেনদেন হয়েছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৫ দশমিক ৮১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৫ দশমিক ৭০ পয়েন্টে এবং দুই হাজার ১৯৪ দশমিক ১৯ পয়েন্টে।ডিএসইতে গতকাল ২৫৮ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ১১ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৬৯ কোটি ৫৮ লাখ টাকার। গতকাল ডিএসইতে ৩৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৪টির বা ২২ দশমিক ২২ শতাংশের, শেয়ারদর কমেছে ৯১টির বা ২৭ দশমিক ৩২ শতাংশের এবং ১৬৮টির বা ৫০ দশমিক ৪৫ শতাংশের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৫ দশমিক ৮৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দর বেড়েছে, কমেছে ২৫টির এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে সাত কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news