উত্থানে বিমার দাপট

Date: 2023-07-17 06:00:10
উত্থানে বিমার দাপট
দেশের পুঁজিবাজারে উত্থানের মধ্য দিয়ে গতকাল লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেন বেড়ে ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বৃদ্ধিতে বিনিয়োগকারীদের আগ্রহ ও কেনার চাপ বেশি থাকায় শেয়ারদর বেশি বেড়েছে বিমা খাতের। এদিন উত্থানে বিমা খাতের দাপট সবচেয়ে বেশি ছিল। অপরদিকে এদিন বিনিয়োগকারীদের বিমুখ ও শেয়ার বিক্রির চাপ বেশি ছিল ভ্রমণ ও অবকাশ খাতে। আলোচ্য খাতটিতে এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল বিমা খাতের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৬০ শতাংশ। এদিন খাতটিতে মোট ৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৪১টির দর বেড়েছে এবং ছয়টির কমেছে। দ্বিতীয় স্থানে ছিল সিমেন্ট খাতের শেয়ার। খাতটিতে দর বেড়েছে ২ দশমিক ৬০ শতাংশ। ২ দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বেড়ে তৃতীয় স্থানে ছিল পাট খাত। এছাড়া টেলিকমিউনিকেশন এবং আর্থিক খাতে শেয়ারদর বৃদ্ধির বা কমার কোনো পরিবর্তন হয়নি।এদিকে গতকাল বিনিয়োগকারীদের বিক্রির চাপ থাকায় ভ্রমণ খাতের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। খাতটিতে শেয়ারদর কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ। পরের স্থানে থাকা সিরামিক খাতে শেয়ারদর কমেছে শূন্য ৩০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ট্যানারি খাতে শেয়ারদর কমেছে শূন্য দশমিক ২০ শতাংশ।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৬০ শতাংশ লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিমা খাতে ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৯০ শতাংশ লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতে ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ৯০ শতাংশ লেনদেন হয়েছে। ১০ দশমিক ৩০ শতাংশ লেনদেন হওয়া প্রকৌশলী খাত রয়েছে চতুর্থ স্থানে।ডিএসইর তথ্যমতে, বাজারটিতে ৩৮৩ প্রতিষ্ঠানের মোট ২৫ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ২০১টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯৩৩ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭৫০ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক সাত পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৫৮ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৮৫টির দাম। দিন শেষে সিএসইতে ১৯ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার ৪৭৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৮৫৬ টাকার শেয়ার।

Share this news