উত্থানে ৯ কোম্পানির অবদান সর্বোচ্চ

Date: 2024-09-23 01:00:10
উত্থানে ৯ কোম্পানির অবদান সর্বোচ্চ
আগের দিন সামান্য পতন হলেও সোমবার (২৩ সেপ্টেম্বর) সূচকের উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন যেসব কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে সেগুলোর মধ্যে উত্থানের দ্বিগুণ কোম্পানির পতন হয়েছে। তবে আজকে বাজারকে উত্থানে ধরে রাখতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ৯টি কোম্পানি।কোম্পানিগুলো হলোঃ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং বেক্সিমকো ফার্মা।ইসলামী ব্যাংকইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৫৪ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৮ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৪ টাকা ৪০ পয়সা। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক বেড়েছে ১৯.৪২ পয়েন্ট। আজ বাজারের উত্থান ধরে রাখতে ইসলামী ব্যাংকের অবদান সবচেয়ে বেশি।ব্র্যাক ব্যাংকবাজারকে উত্থানে ধরে রাখতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রয়েছে ব্র্যাক ব্যাংকের। আজ ব্যাংকটির মাধ্যমে সূচক ২.৮৪ পয়েন্ট বেড়েছে। আগের দিন ব্যাংকটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয় ৫৬ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৭০ পয়সা বেড়েছে। এতেই সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রয়েছে এই কোম্পানির।আল আরাফাহ ইসলামী ব্যাংকআল আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ২৩ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২৪ টাকা ৪০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বেড়েছে। এর ফলে কোম্পানিটির মাধ্যমে সূচক বেড়েছে ২.৮৩ পয়েন্ট।আজ শেয়ারবাজারের উত্থান প্রবণতা ধরে রাখতে অন্য যেসব কোম্পানির অবদান রয়েছে সেগুলোর মধ্যে সিটি ব্যাংকের ২.৭৯ পয়েন্ট, গ্রামীণফোনের ১.৭৮ পয়েন্ট, স্কয়ার ফার্মার ১.৭১ পয়েন্ট, প্রাইম ব্যাংকের ১.৪২ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংকের ১.১৬ পয়েন্ট এবং বেক্সিমকো ফার্মার সূচক ১.০৬ পয়েন্ট বাড়ে।বাজার বিশ্লেষকদের মতে বাজারকে উত্থান প্রবণতায় ধরে রাখতে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা সব থেকে বেশি। অল্প হলেও মৌলভিত্তি কোম্পানির শেয়ার দর যথন বাড়ে তখন বাজার তার আপন গতিতে হাটতে থাকে। বিনিয়োগকারীদের উচিৎ হবে দুর্বল কোম্পানিগুলোকে এড়িয়ে সবল কোম্পানির প্রতি বিনিয়োগ বাড়িয়ে দেয়া। তবেই বাজার থেকে মুনাফা তুলতে সক্ষম হবে তারা।

Share this news