উত্থান টেনে ধরেছে মেগা পাঁচ কোম্পানি

Date: 2024-04-09 14:00:08
উত্থান টেনে ধরেছে মেগা পাঁচ কোম্পানি
আগের দিন সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছিল ৬৪ পয়েন্টের বেশি। সেই হিসাবে আজও সূচক অনেক বাড়ার কথা। কিন্তু বেড়েছে ৪ পয়েন্টেরও কম। আজ সূচকের উত্থান টেনে ধরেছে ৫ মেগা কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং যমুনা ব্যাংক পিএলসি। কোম্পানিগুলোর শেয়ার দর কমার কারণে আজ ডিএসইর সূচক খেয়ে ফেলেছে ১৪ পয়েন্টের বেশি।আজ ডিএসইর সূচক টেনে ধরার কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ স্থানে ছিল ব্র্যাক ব্যাংক। এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ২ টাকা ৩০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের উত্থান কমেছে ৯.৩৩ পয়েন্ট।এদিন ডিএসইর সূচক টেনে ধরার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় কোম্পানি ছিল সিটি ব্যাংক। আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৫০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের উত্থান কমেছে ১.৯৯ পয়েন্ট।একইভাবে আজ শেয়ারদর পতনের মাধ্যমে ডিএসইর সূচক টেনে ধরেছে স্কয়ার ফার্মা ১.৮৯ পয়েন্ট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১.০৯ পয়েন্ট এবং যমুনা ব্যাংক ০.৬২ পয়েন্ট।

Share this news