উত্থান ১১ গুন বেশি, মূলধন বেড়েছে

Date: 2023-03-11 16:00:15
উত্থান ১১ গুন বেশি, মূলধন বেড়েছে
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৬৪ শতাংশ। শেয়ারবাজারে মূলধন পরিমাণ বেড়েছে ৩ হাজার ২২৪ কোটি টাকা। একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক বেড়েছে। সিকিউরিটিজ হাউজগুলোতে ক্রেতার চাপ ছিল বেশি। কোম্পানিগুলোর শেয়ার দরের পতন তুলনায় উত্থান ১১ গুন বেশি ছিল।স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, গত সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫২ হাজার ৫১ কোটি ৭১ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৬ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ২২৪ কোটি ৬৫ লাখ টাকা।লেনদেন হয়েছে ৬৩ কোটি ৮ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৩০ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৭৮ লাখ টাকা বা ৪৫ দমমিক ৬৮ শতাংশ। তালিকাভুক্ত ২৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, দর কমেছে ১১টির ও অপরিবর্তিত রয়েছে ১৩৬টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতন তুলনায় উত্থান ১১ গুন বেশি।একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৯১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৪৫০ দশমিক ১৫ পয়েন্টে। সিএসই৩০ সূচক দশমিক ৩৭ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৮৯ শতাংশ, সিএসআই সূচক দশমিক ৫৬ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৩ দশমিক ৮৯ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১৩ হাজার ৩৫২ দশমিক ৭৮ পয়েন্টে, ১১ হাজার ৫৯ দশমিক ৯১ পয়েন্টে, ১ হাজার ১৬১ দশমিক ২১ পয়েন্টে এবং ১ হাজার ৬৫৯ দশমিক ৯১ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক শূন্য ৮ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩২৩ দশমিক ৯২ পয়েন্টে।গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৯০ ভাগ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। বি ক্যাটাগরির ১০ শতাংশ কোম্পানির শেয়ার দর টপটেন লেনদেনে রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সী পার্ল বিচের শেয়ার। একাই ২৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।এছাড়া এডিএন টেলিকম ৬ কোটি ৮৭ লাখ টাকা, শাইনপুকুর (বি ক্যাটাগরি) ২ কোটি ১৭ লাখ টাকা, বাংলাদেশ ফাইন্যান্স ১ কোটি ৭৬ লাখ টাকা, বসন্ধুরা পেপার ১ কোটি ৫২ লাখ টাকা, লার্ফাজহোলসিম ১ কোটি ৩৬ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ২৩ লাখ টাকা, আমান কর্টন ১ কোটি ১৭ লাখ টাকা, বিডি শিপিং কর্পোরেশন ১ কোটি ১৫ লাখ টাকা এবং জেনেক্স ইনফোসিস ১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news