উদ্যোক্তা শেয়ার বিক্রির খবরেও এডিএনের শেয়ারে বড় লাফ
শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযু্ক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকমের শেয়ারের দাম এক দিনে বেড়েছে ৮.২০ শতাংশ। সোমবার কোম্পানিটির দুই উদ্যোক্তা ২৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তারপরও কোম্পানিটির শেয়ার দরে বড় লাফদেখা গেছে।আগের দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার ১১৩ টাকা ৪০ পয়সায় ক্লোজিং হয়েছে। যা সোমবার শেয়ার বিক্রির ঘোষণা আসার পর ১২২ টাকা ৪০ পয়সায় ক্লোজিং হয়েছে।এদিন কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলী সরকার তার ১৭ লাখ শেয়ারের মধ্যে ৮ লাখ ৫২ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন এবং অপর উদ্যোক্তা আবু ইউসুফ জাকারিয়া তার পুরো ১৭ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন।এর আগে মামনুর রশিদ নামে কোম্পানিটির আরেক উদ্যোক্তা তার মোট ১৭ লাখ শেয়ারের মধ্যে ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন।গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এডিএন টেলিকমের শেয়ারের দাম ১৫০ শতাংশ বেড়েছে। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর ১৪৮ টাকা ৯০ পয়সা ছুঁয়েছে। তারপর মুনাফা তোলার চাপে কোম্পানিটির শেয়ার দর ৩৪ শতাংশ কমে যায়। এরমধ্যে কোম্পানিটির তিন জন উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা আসে।সর্বশেষ হিসাব অনুযায়ি, কোম্পানিটির উদ্যোক্তাদের কাছে মোট শেয়ার রয়েছে ৫১.৫৬ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৯৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১.৯৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১.৫২ শতাংশ।