তথ্যপ্রযু্ক্তি শেয়ারের ব্যাক গিয়ারে দৌঁড়

Date: 2022-11-08 04:00:16
তথ্যপ্রযু্ক্তি শেয়ারের ব্যাক গিয়ারে দৌঁড়
আজ সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার তথ্যপ্রযু্ক্তির শেয়ার ব্যাক গিয়ারে দৌঁড় দিয়েছে। আগের দুদিন এই খাতের শেয়ার দরে যেমন লাফ মেরেছিল, লেনদেনেও তেমনি জৌলুস দেখিয়েছিল।কিন্তু দুই দিন পরই মুনাফা তোলার চাপে তথ্যপ্রযুক্তি খাতের শেয়ার দরে বড় পতন হয়েছে। আজ লেনদেনের শীর্ষে থাকলেও খাতটির দর পতনেও ছিল শীর্ষে। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।তথ্যপ্রযু্ক্তি খাতে আজ মোট লেনদেন হয়েছে ২০৪ কোটি ৫০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৬.৪০ শতাংশ। খাতটি ছিল লেনদেনের শীর্ষস্থানে।আগের দিনের ধারাবাহিকতায় এই খাতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। আজ কোম্পানিটির ৯১ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। শীর্ষ লেনদেনের ১১মত স্থানটিও দখল করেছে এই খাতের আইটি কনসালট্যান্টস। যার লেনদেন হয়েছে ২৫ কোটি ২৩ লাখ ২৭ হাজার টাকার শেয়ার।ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক পতনের দিনে খাতটির লেনদেন হওয়া ১১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৯টির বা ৮১.৮১ শতাংশ কোম্পানির। দর কমেছে ১টির বা ৯.০৯ শতাংশ কোম্পানির এবং দর অপরিবর্তিত ছিল ১টির বা ৯.০৯ শতাংশ কোম্পানির।সবচেয়ে বেশি দরপতন হয়েছে এডিএন টেলিকমের। আগের কার্যদিবস সোমবার এর ক্লোজিং দর ছিল ১৪২ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩০ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ১০ পয়সা বা ৮.৪৮ শতাংশ কমেছে।এছাড়া, তথ্যপ্রযুক্তি খাতের আমরা টেকনোলজির দর কমেছে ৯.৯৪ শতাংশ, ই-জেনারেশনের ৬.১০ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের ৫.৯৩ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৫.২৮ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.০৮ শতাংশ, বিডিকমের ৪.২২ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ৩.২৫ শতাংশ এবং ইনটেকের ০.৯৩ শতাংশ।

Share this news