তথ্যপ্রযুক্তি খাতে মূলধনের বেশি রিজার্ভ দুই কোম্পানির

Date: 2023-04-01 05:00:24
তথ্যপ্রযুক্তি খাতে মূলধনের বেশি রিজার্ভ দুই কোম্পানির
শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মোট রিজার্ভ রয়েছে ৪৬৬ কোটি ১২ লাখ টাকা। এই ১১টি কোম্পানির মধ্যে পরিশোধিত মূলধনের বেশি রিজার্ভ রয়েছে ২টির, পরিশোধিত মূলধনের কম রিজার্ভ রয়েছে ৮টির এবং নেগেটিভ রিজার্ভ ১টির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।পরিশোধিত মূলধনের বেশি রিজার্ভ রয়েছে আমরা নেটওয়ার্ক ও এডিএন টেলিকমের। নেগেটিভ রিজার্ভ রয়েছে আইএসএনের। বাকিগুলোর রিজার্ভ পরিশোধিত মূলধনের কিছু কম।আমরা নেটওয়ার্ক : কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬১ কোটি ৯৮ লাখ টাকা এবং রিজার্ভ ১০০ কোটি ৪২ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ১.৬২ গুণ।এডিএন টেলিকম : কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ টাকা এবং রিজার্ভ ৭২ কোটি ১৬ লাখ টাকা।। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ১.১১ গুণ।ই-জেনারেশন : কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৭৫ কোটি টাকা এবং রিজার্ভ রয়েছে ৬৮ কোটি ৯১ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে রিজার্ভ ০.৯১ গুণ।জেনেক্স ইনফোসিস : কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ১১৩ কোটি ৮২ লাখ টাকা এবং রিজার্ভ রয়েছে ৭১ কোটি ৯০ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে রিজার্ভ রয়েছে ০.৬৩ গুণ।আমরা টেকনোলোজিস : কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৭১ লাখ টাকা এবং রিজার্ভ ৩২ কোটি ৬ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.৪৯ গুণ।আইটিসি : কোম্পানির পরিশোধিত মূলধন ১২৮ কোটি ৫৯ লাখ টাকা এবং রিজার্ভের পরিমাণ ৬২ কোটি ৪৪ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.৪৮ গুণ।বিডিকম অনলাইন : কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৫৭ কোটি ৯ লাখ টাকা এবং রিজার্ভ রয়েছে ২৩ কোটি ৬২ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.৪১ গুণ।ডেফোডিল কম্পিউটার্স : কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৯ কোটি ৯১ লাখ টাকা এবং রিজার্ভের পরিমাণ ১৭ কোটি ৪২ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.৩৪ গুণ।অগ্নি সিস্টেমস : কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৭২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা এবং রিজার্ভ রয়েছে ১০ কোটি ২৫ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে রিজার্ভ রয়েছে ০.১৪ গুণ।ইনটেক : কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭২ কোটি ৫৬ লাখ টাকা এবং রিজার্ভ হলো ১৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ ০.২০ গুণ।আইএসএন : কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০ কোটি ৯২ লাখ টাকা এবং রিজার্ভ রয়েছে নেগেটিভ ৭ কোটি ৫৮ লাখ টাকা।কোম্পানিগুলোর ডিভিডেন্ড: কোম্পানিগুলো মধ্যে সর্বশেষ অর্থবছর ২০২২ সালে ডিভিডেন্ড দিয়েছে জেনেক্স ইনফোসিস ১১ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস, আমরা টেকনোলজি ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ বোনাস, আমরা নেটওয়ার্ক ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস, এডিএন টেলিকম ১০ শতাংশ ক্যাশ, বিডি কম ১০ শতাংশ ক্যাশ, ই-জেনারেশন ১০ শতাংশ ক্যাশ, আইটি কনসালটেন্ট ৬ শতাংশ ক্যাশ, ডেফোডিল ৫ শতাংশ ক্যাশ, অগ্নি সিস্টেম সাড়ে ৪ শতাংশ ক্যাশ, আইএসএন ৩ শতাংশ। ২০২২ সালে ইনটেক কোনো ডিভিডেন্ড দেয়নি।

Share this news