তথ্য প্রযুক্তির দাপটে ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার

দীর্ঘদিনের মন্দা কাটিঁয়ে কিছুটা স্বস্থির আভাস দিচ্ছে শেয়ারবাজার। এরই আলোকে আজ সপ্তাহের প্রথম কাযদিবস রোববার (০৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে আগের দিনের তুলোনায় লেনদেন ও সূচকের ভালো উত্থান হয়েছে। এতে করে ফ্লোর প্রাইসে আটকে থাকা বেশিরভাগ কোম্পানির শেয়ারই ফ্লোর প্রাইস ভেঙ্গে উপলে লেনদেন হতে দেখা গেছে।আজ দিনের প্রথম থেকেই শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি লেনদেনে দাপট দেখিয়েছে তথ্য ও প্রযুক্তি খাত। আজ এই খাতের ১১টি কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ১০টি বা ৯০ শতাংশ কোম্পানির। একটি বা ১০ শতাংশ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।তথ্য প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর দাপটে আজ লেনদেন শীর্ষ স্থান দখল করেছে এই খাত। আজ এই খাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৯৯ কোটি ৯৫ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ১৭.৬০ শতাংশ। আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৩৬ লাখ টাকার।আজ ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে তথ্য ও প্রযুক্তি খাতের দুই কোম্পানি। এই দুই কোম্পানির মধ্যে জেনেক্স ইনফোসিস দ্বিতীয় এবং এডিএন টেলিকম তৃতীয় স্থান দখল করেছে।বিনিয়োগকারীরা বলছেন, অন্য খাতের কোম্পানির তুলোনায় সর্বশেষ তথ্যমতে তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানিগুলো ভালো মুনাফা করেছে। যার কারণে বর্তমানে বিনিয়োগকারীদের এই খাতের কোম্পানির শেয়ারে নজর বেশি। যার কারণে বাজারে এই খাতের কোম্পানিগুলোর শেয়ার দাপট দেখাচ্ছে। এরই প্রেক্ষিতে আজ শেয়ারবাজারে ঘুরে দাাঁড়ানোর পেছনে তথ্য ও প্রযুক্তি খাতেরি উল্লেখ যোগ্য ভুমিকা রয়েছে।