তথ্য প্রযুক্তি খাতের শেয়ারে বড় লাফ

Date: 2022-11-07 04:00:17
তথ্য প্রযুক্তি খাতের শেয়ারে বড় লাফ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০টি খাতের মধ্যে তথ্য প্রযুক্তি খাতের শেয়ার দরে বড় লাফ দিয়েছে। আজ এই খাতের শেয়ার দরে যেমন লাফ মেরেছে, লেনদেনেও তেমনি জৌলুস দেখিয়েছে। খাতটি মাত্র ১১টি কোম্পানি নিয়ে গঠিত। তবে ছোট খাত হলেও লেনদেনের ক্ষেত্রে বড় বড় খাতকে ছাড়িয়ে আজ শীর্ষে উঠে এসেছে। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।এই খাতে আজ মোট লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৬০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২১.৫৭ শতাংশ। এর মাধ্যমে তথ্য প্রযুক্তি খাত আজ ডিএসইর লেনদেন তালিকায় ড্রাইভিং আসনে স্থান নিয়েছে।আজ এই খাতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। আজ কোম্পানিটির ৮৬ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। শীর্ষ লেনদেনের চতুর্থ স্থানটিও দখল করেছে এই খাতের আইটি কনসালট্যান্টস এবং লেনদেন হয়েছে ৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার টাকার শেয়ার।তথ্য প্রযুক্তি খাতের শেয়ার আজ দর বৃদ্ধিতেও এগিয়ে ছিল। পতনের দিনে খাতটির লেনদেন হওয়া ১১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮টির বা ৭২.৭৩ শতাংশ কোম্পানির। দর কমেছে ২টির বা ১৮.১৮ শতাংশ কোম্পানির এবং দর অপরিবর্তিত ছিল ১টির বা ৯.০৯ শতাংশ কোম্পানির। সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ওঠে এসেছে এই খাতের জেনেক্স ইনফোসিস। আগের কার্যদিবস রোববার জেনেক্স ইনফোসিসের ক্লোজিং দর ছিল ৯৬ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০৫ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। লেনদেনের শেষ পর্যন্ত কোম্পানিটির শেয়ার সার্কট ব্রেকারের সর্বোচ্চ চুড়ায় ক্রেতাশুন্য ছিল।এছাড়া, তথ্য প্রযুক্তি খাতের আইটি কনসালট্যান্টসের দর বেড়েছে ৯.৯৪ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৯.৮৭ শতাংশ, আমরা টেকনোলজির ৫.১৮ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৫.১৩ শতাংশ, ইনটেকের ৪.৫৩ শতাংশ, ই-জেনারেশনের ৪.৪৬ শতাংশ এবং বিডিকমের ১.৫৮ শতাংশ দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আইটি কনসালট্যান্টস ও অগ্নি সিস্টেমস সার্কট ব্রেকারের সর্বোচ্চ ধাপে ক্রেতাশুন্য ছিল।

Share this news