ট্রাস্ট ইসলামী লাইফের লেনদেন শুরু

Date: 2023-05-10 17:00:34
ট্রাস্ট ইসলামী লাইফের লেনদেন শুরু
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়ার পর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন আজ (বৃহস্পতিবার) শুরু হতে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আজ লেনদেনের শুরু থেকে কোম্পানিটি বিক্রেতা শূন্য হয়ে সার্কিট ব্রেকার এর সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে। সর্বশেষ তথ্য মতে কোম্পানিটি ১১ টাকায় লেনদেন হতে দেখা গেছে।জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “TILIL” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫৭। এর আগে কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ চলে ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত।গত ২৫ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ, শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

Share this news