ট্রাস্ট ব্যাংকের বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেড বন্ড ইস্যু করবে। আর এই বন্ডের মাধ্যমে বাজার থেকে ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।আজ বুধবার (২১ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। কমিশনের ৮৪৮তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।LankaBangla securites single pageসূত্র অনুসারে বন্ডটির সুদের হার হবে ৬ থেকে ৯ শতাংশের মধ্যে।আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড।বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। এর অ্যারেন্জারের দায়িত্ব পালন করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।