টপটেন লুজারে বিমা খাতের আট কোম্পানি

Date: 2023-07-09 01:00:07
টপটেন লুজারে বিমা খাতের আট কোম্পানি
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দরপতন বা টপটেন লুজারের তালিকায় আধিপত্য ছিল বিমা খাতের। এদিন টপটেন লুজার তালিকার আটটিই ছিল বিমা খাতের প্রতিষ্ঠান।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (৯ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ দরপতন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ারদর ১২ টাকা ৫০ পয়সা বা ৫ দশকি ১২ শতাংশ কমেছে।ডিএসইর টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির ৪ দশমিক ৪১ শতাংশ শেয়ার দর কমেছে। আর ৬ দশমিক ০২ শতাংশ শেয়ারপ্রতি দর কমার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

Share this news