টপটেন লুজার তালিকা পূর্ণ হয়নি

Date: 2022-12-10 20:00:07
টপটেন লুজার তালিকা পূর্ণ হয়নি
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দর অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ শেয়ারের। এতে পূর্ণ হয়নি টপটেন লুজার তালিকা।রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এমবি ফার্মা লিমিটেড। আজ শেয়ারটির দর ১২ টাকা ৩০ পয়সা বা ২.২২ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার কোম্পানিটি সর্বশেষ ৫৪১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮১০ বারে ২২ হাজার ৬২২টি শেয়ার লেনদেন করেছে।LankaBangla securites single pageসোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৪ টাকা ৮০ পয়সা বা ৭৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬১৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।বাটা সু লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১৫ টাকা ২০ পয়সা বা ১.৬০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৯৩৫ টাকা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ কেবলস, বিজিআিইসি,বার্জার পেইন্টস ও বিকন ফার্মা লিমিটেড।

Share this news