টপ টেন থেকে ‘এ’ ক্যাটাগরির শেয়ার উধাও!

Date: 2023-03-24 18:00:27
টপ টেন থেকে ‘এ’ ক্যাটাগরির শেয়ার উধাও!
বিদায়ী সপ্তাহে (১৯-২৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ক্যাটাগরির কোম্পানির দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে লিগ্যাছি ফুটওয়ার, হাক্কানী পাল্প, ফাইন ফুড, শ্যামপুর সুগার, সমতা লেদার, রংপুর ফাউন্ড্রি, উসমানিয়া গ্লাস, জুট স্পিনার্স ও জিকিউ বলপেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাছি ফুটওয়ার, হাক্কানী পাল্প, ফাইন ফুড, সমতা লেদার, রংপুর ফাউন্ড্রি ও জিকিউ বলপেন ‘বি’ ক্যাটাগরির শেয়ার। আর শ্যামপুর সুগার, উসমানিয়া গ্লাস, জুট স্পিনার্স ‘জেড’ ক্যাটাগরির শেয়ার।এতে দেখা যায়, শতাংশ হিসাবে শেয়ার দর বৃদ্ধির দৌঁড়ে ‘এ’ ক্যাটাগরির কোনো কোম্পানির স্থান মিলেনি।কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের ব্যবধানে লিগ্যাছি ফুটওয়ারের শেয়ার দর বেড়েছে ২৯.২০ শতাংশ, হাক্কানী পাল্পের ১২.৬০ শতাংশ, ফাইন ফুডের ১৯.২৯ শতাংশ, শ্যামপুর সুগারের ৯.৯১ শতাংশ, সমতা লেদারের ৯.৪৬ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৯.০৫ শতাংশ, জিলবাংলা সুগারের ৮.৫৬ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৭.৩১ শতাংশ, জুট স্পিনার্সের ৭.১৩ শতাংশ এবং জিকিউ বলপেনের ৫.৬৮ শতাংশ।অন্যদিকে, সপ্তাহের ব্যবধানে আলোচ্য সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির মধ্যে সবচেয়ে শেয়ার দর বেড়েছে ইস্টার্ন হাউজিং, প্রাইম ইসলামী লাইফ ও সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজের। কোম্পানি ৩টির মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর বেড়েছে ৫.৬৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ৫.৬০ শতাংশ এবং সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজের ৫.১৫ শতাংশ। যে কারণে সব ক্যাটাগরি মিলিয়ে শেয়ার দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় বিদায়ী সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির স্থান হয়নি।

Share this news