তিন প্রান্তিকে ইউনিলিভারের নিট মুনাফায় ৪০% প্রবৃদ্ধি

Date: 2022-10-18 23:00:17
তিন প্রান্তিকে ইউনিলিভারের নিট মুনাফায় ৪০% প্রবৃদ্ধি
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের আয় চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য বেড়েছে। পাশাপাশি এ সময়ে দক্ষতার সঙ্গে পরিচালন ব্যয় সামলানো ও অতীতের দায়দেনা পুনর্মূল্যায়নের কারণে প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে।গতকাল বিকালে অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে ইউনিলিভার কনজিউমার কেয়ারের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩২০ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৩১৭ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ২৮৬ কোটি ৭১ লাখ টাকার হেলথ ফুড ড্রিংকস ও ৩৩ কোটি ২৮ লাখ টাকার গ্লুকোজ বিক্রি করেছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির উৎপাদন ব্যয় হয়েছে ১৬৪ কোটি ৬০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭২ কোটি ৪৭ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির গ্রস মুনাফা ১৫৫ কোটি ৪০ লাখ টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে গ্রস মুনাফা ছিল ১৪৪ কোটি ৭৩ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিচালন মুনাফা হয়েছে ৭৩ কোটি ৮৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৩ কোটি ৬১ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৪ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩৮ কোটি ৬৭ লাখ টাকায়। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৮৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩২ টাকা ১০ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনভিপিএস) দাঁড়িয়েছে ১২৩ টাকা ৭৪ পয়সায়।

Share this news