তিন কোম্পানির কব্জায় লেনদেনের ১৪ শতাংশ
![তিন কোম্পানির কব্জায় লেনদেনের ১৪ শতাংশ](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5738/sharebuyy.png)
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ১৪.৪৬ শতাংশই দখল করেছে তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি ও ডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানি ৩টির মধে সপ্তাহজুড়ে জেনেক্স ইনফোসিসের লেনদেন হয়েছে ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৫১৩টি শেয়ার। যার বাজার মূল্য ১১২ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকা। যা ডিএসইর মোট লেদেনের ৬.৩০ শতাংশ।দ্বিতীয় অবস্থানে থাকা বিএসসি’র লেনদেন হয়েছে ৭৫ লাখ ২২ হাজার ৪৪১টি শেয়ার। যার বাজার মূল্য ৯৭ কোটি ৯৫ লাখ ৫১ হাজার টাকা। যা ডিএসইর মোট লেদেনের ৫.৪৬ শতাংশ।তৃতীয় স্থানে উঠে আসা এডিএন টেলিকমের লেনদেন হয়েছে ৭০ লাখ ৬৬ হাজার ৯৫৫টি শেয়ার। যার বাজার মূল্য ৮৮ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার টাকা। যা ডিএসইর মোট লেদেনের ৫.৪৬ শতাংশ।কোম্পানি ৩টির মধ্যে সর্বশেষ ২০২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে জেনেক্স ইনফোসিস ১১ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস, বিএসসি ২০ শতাংশ ক্যাশ এবং এডিএন টেলিকম ১০ শতাংশ ক্যাশ।তিন কোম্পানির মধ্যে সর্বশেষ শেয়ার দর অনুযায়ি জেনেক্স ইনফোসিসের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১৮.২২, বিএসসি’র ৭.৬৬ এবং এডিএন টেলিকমের ৩৫.০৭।