তিন কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

Date: 2023-12-08 16:00:08
তিন কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ও মিথুন নিটিং অ্যান্ড ডাইয়িং (সিইপিজেড) লিমিটেড।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, কোম্পানিগুলোর এজিএম ১৪ ডিসেম্বর এর পরিবর্তে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।জানা যায়, ভার্চুয়াল প্ল্যাটফরমে কোম্পানিগুলোর এজিএম অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০ ডিসেম্বর সকাল ১১টায় তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১০ টায় বঙ্গজ লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে। আর মিথুন নিটিং অ্যান্ড ডাইয়িং (সিইপিজেড) লিমিটেডের এজিএম ওইদিন বেলা ১২টায় অনুষ্ঠিত হবে।এছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিগুলো।

Share this news