তিন দিন পর সূচক বেড়েছে শেয়ারবাজারে
![তিন দিন পর সূচক বেড়েছে শেয়ারবাজারে](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5080/dse-orthosongbad-2.jpg)
টানা তিন কর্যদিবস পতনের পর বুধবার উত্থানে ফিরেছে ঢাকার পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেনও বেড়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেঠে।সূত্র মতে, আজ (১ ফেব্রুয়ারি) ডিএসই প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে। সূচক দুটি অবস্থান করছে ১৩৬৯ ও ২২২৩ পয়েন্টে।ডিএসইতে আজ টাকার পরিমাণে ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৯ লাখ টাকার।বুধবার ডিএসইতে মোট ৩৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, দর কমেছে ১২৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৪টি কোম্পানির।