তিন দিন পর সূচক বেড়েছে শেয়ারবাজারে

Date: 2023-01-31 20:00:24
তিন দিন পর সূচক বেড়েছে শেয়ারবাজারে
টানা তিন কর্যদিবস পতনের পর বুধবার উত্থানে ফিরেছে ঢাকার পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেনও বেড়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেঠে।সূত্র মতে, আজ (১ ফেব্রুয়ারি) ডিএসই প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে। সূচক দুটি অবস্থান করছে ১৩৬৯ ও ২২২৩ পয়েন্টে।ডিএসইতে আজ টাকার পরিমাণে ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৯ লাখ টাকার।বুধবার ডিএসইতে মোট ৩৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, দর কমেছে ১২৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৪টি কোম্পানির।

Share this news